আমার এ একাকি শ্রান্ত জীবনের চলার পথে
সঙ্গী হয়ে তুমি যখন হাজির হলে,
পথের সব বাঁধা যেন হারিয়ে যেতে শুরু করল।
এ ধূসর জীবনটাকে রঙ্গিন মনে হতে লাগল।
আজ থেকে তোমাকে পাশে নিয়েই
চলতে চাই জীবনের বাকীটা পথ।
সব কষ্ট, সব বাঁধা অতিক্রম করে
যেতে চাই জীবনের শেষ প্রান্তে
ভয় হয়, যদি তুমি পাশে না থাক,
পথ চিনব কেমন করে আমি?
আমার এ নিঃসঙ্গ হাতটা যখন তুমি এসে ধরলে,
তখন মনে হলো যেন আকাশের চাঁদটা
নেমে এসেছে আমার হাতে।
বামুন হয়ে যে স্বপ্নও কখনো দেখিনি,
হঠাৎ যেন তা সত্য হয়ে গেল।
বিশ্বাসই করতে চায়না এ মন।
কোথায় ছিল এ হাত দুটো এতদিন?
শক্ত করে ধরতে ইচ্ছে করে,
ছেড়ে দিতে ভয় হয়।
হারিয়ে গেলে কোথা খুজে পাব এ হাত দুটো?
যখন তোমার হাশির শব্দ শুনি
অথবা তোমার ঐ মিষ্টি কণ্ঠ শুনি
কিম্বা যখন তুমি মিষ্টি করে ধমক দাও,
তা যেন আমার কানে আঁঠার মত লেগে যায়।
সারাক্ষণ বাজতে থাকে আমার কানের পাশে।
মনে হয় তোমার মুখের সাথে কানটা লাগিয়ে রাখি
বার বার তোমার কণ্ঠটা শোনার জন্য।
শুধু ভুল করতে ইচ্ছা করে জানো,
ইচ্ছে করে ভুলও করি,
কেবল তোমার মিষ্টি কণ্ঠের ধমক শোনার জন্য।
তবুও যেন মন ভরে না।
কান সরাতে ভয় হয় যদি হারিয়ে যায়,
কোথায় পাব আর এমন মধুর কণ্ঠ?
তোমার নাকটা কত সুন্দর
ইচ্ছে করে নাকের সাথে নাক লাগিয়ে রাখতে,
গাল দুটো আরও সুন্দর
হাত নিশপিশ করে একটু ছোঁয়ার জন্য।
আলতো করে গাল ঘষতে ইচ্ছে করে তোমার গালের সাথে।
কত সুন্দর তোমার কপাল, চিবুক;
দেখলে মনে হয় আমার স্পর্শ ছড়িয়ে দেই সবখানে।
আদরে আদরে ভরিয়ে রাখি সারা মুখ।
কত সুন্দর তুমি তা কি জানো?
কার কাছে কেমন আমি জানিনা, জানতেও চাইনা,
শুধু জানি আমার কাছে তুমি সবচেয়ে সুন্দরী।
আমার হৃদয়ের রানী।
তোমার দিকে তাকিয়েই পার করে দিতে পারি সারাটা জীবন।
এত দেখি তবুও যেন চোখ জুড়েনা, মন শান্ত হয়না।
কেবল মনেহয়, ভালোমত তো দেখতেই পারলাম না।
কোথায় ছিলে তুমি এতদিন?
আরও আগে কেন এলেনা এ বুকে?
তুমি যখন আমার চোখের দিকে তাকালে,
তোমার ঐ যাদুকরী, মায়াবী, পাগল করা চোখ দিয়ে।
মনে হলো কালের কোন অতল গহ্বরে হারিয়ে গেছি আমি।
কী সে ভাষা, কী সে ঈশারা, কী যেন বলছে আমায়?
ভুলে গেছি আমার অস্তিত্ব, তোমার চোখের দিকে তাকিয়ে।
কোথায় ছিল এ চোখ দুটো এতদিন?
একবার তাকালে মনে হয় তাকিয়েই থাকি অনন্তকাল।
আর চোখের পলক ফেলতে ইচ্ছে করেনা।
ভয় হয় যদি চোখের আড়াল হও,
কোথায় খুজে পাব ঐ মায়াবী চোখ দুটো?
যখন তুমি তোমার ঘন কাল চুল ছেড়ে দিলে,
আমার হাত যেন কোন বাঁধাই মানলনা।
তোমার চুলের স্পর্শ পাওয়ার জন্য
সে আপনিই চলে গেল।
তোমার চুলকে মনে হচ্ছিল
ঘন কালো মেঘের একটি টুকরো,
না ঝর্ণার কালো স্রতধারা,
নাহ্ তাও হলোনা।
এটা কোন উপমা দিয়ে প্রকাশের নয়।
কোথায় লুকিয়ে রেখেছিলে এ চুলগুলো এতদিন?
দেখলেই মনে হয় সে চুলের সাগরে ডুব দেই।
খুব ভয় হয় জানো,
কোথায় খুজে পাব আর এমন চুলের মেঘ,
যদি আমার আকাশ থেকে একবার সরে যায়।
যখন তোমার ঠোঁটের স্পর্শ পেলাম,
মনে হলো অবশেষে আমার মনেও
বসন্তের হাউয়া বইতে সুরু করেছে।
সেই ছোঁয়াতে যে কী আছে
তা প্রকাশ করার ভাষা আমার জানা নেই।
কোথায় ছিল এ ঠোঁট দুটো এতদিন?
এত সুন্দর মিষ্টি ঠোঁট দুটো।
খুব লোভ লাগে জানো।
দেখলেই মনে হয় আঙ্গুল দিয়ে একটু ছুঁয়ে দেই,
একটু আদর করে দেই আমার এ ঠোঁট দুটো দিয়ে।
তোমার ঠোঁট থেকে ঠোঁট সরাতে কিছুতেই ইচ্ছে করে না।
কোথাও কি আছে এমন মিষ্টি, সুন্দর, গোলাপের মত ঠোঁট?
যখন তোমাকে আমার বুকে শক্ত করে জড়িয়ে ধরলাম,
মনে হলো আমার সব জমানো দুঃখ গুলো
কোথায় যেন হারিয়ে গেল।
ভুলে গেলাম অতিতের সব দুঃখ, কষ্ট, বেদনার কথা।
পৃথিবীর সব সুখ যেন ভর করল আমার মনে এসে।
মনে হলো অনন্ত কাল যদি এভাবে কাটাতে পারতাম।
শক্ত করে তোমাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে।
ইচ্ছে করে তোমাকে আমার সাথে মিশিয়ে ফেলতে,
কলিজার টুকরা বানিয়ে কলিজায় গেঁথে রাখতে।
ছেড়ে দিতে ভয় হয় জানো, যদি হারিয়ে যাও
কোথায় খুজে পাব আমার কলিজার টুকরাটাকে?
জান, ও জান, জান গো,
এত ভালবাসা আমি আর কোথায় পাব?
কে আমাকে এত ভালবাসবে তোমার মত করে?
কে আমাকে বুঝবে যতটা তুমি বুঝ?
কে আমার জন্য এত কিছু করবে যা তুমি করেছো?
কে আমাকে ডাকবে দুষ্ট, লক্ষ্মী জান বলে?
কে পারবে আমার মনে জায়গা করে নিতে?
কোথায় পাব তোমার মত এমন লক্ষ্মী, মিষ্টি একটা বউ?
কাকে ডাকবো আমার পাগলী জান বলে?
আমার কোন উত্তরের দরকার নেই,
কোন কিছু জানারও দরকার নেই।
আমার শুধুই তোমাকে দরকার জান।
তুমি তো জানোই জান
তোমাকে ছাড়া আমি এক মুহূর্তও কল্পনা করতে পারিনা।
তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবনা জান।
আমাকে ফেলে তুমি কথাও যেওনা জান।
কথা দাও যাবেনা কোথাও আমাকে ছেড়ে।
তোমাকে আমি অনেক ভালোবাসি জান।
অনেক অনেক অনেক ভালোবাসি।
তোমাকে আরও ভালোবাসতে চাই জান।
ভালোবাসার জগতে যত ভালোবাসা আছে
তার চেয়েও অনেক বেশি ভালোবাসতে চাই।
সারাটা জীবন কাটিয়ে দিতে চাই
তোমাকে বুকে জড়িয়ে ধরে,
মনের গভীরের ভালবাসায় সিক্ত করে।
তোমার কোলে শুয়ে রঙ্গিন সুখের স্বপ্ন দেখতে চাই জান।
আর তোমার কানে এটাই বলে যেতে চাই,
জান, আমি তোমাকে ভালবাসি।
২৭ জুন - ২০১৩
গল্প/কবিতা:
৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী